হৃদয় খান, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ এ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত করা হয়।
রবিবার (৯ই আগষ্ট) বিকাল ২ ঘটিকায় ইউএনও মতিউর রহমান খান এর সভাপতিত্বে উক্ত সভার আয়োজন করা হয়। ১৫’ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতি নেওয়া হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, আজমিরীগঞ্জ উপজেলা সকল ইউনিয়ন এর চেয়ারম্যান, সহ দলীয় নেতৃবৃন্দ এবং উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় ভাবে গৃহিত সিদ্ধান্ত এর আলোকে ইউএনও মতিউর রহমান খান এর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালনের বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।