আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 21 May 2022
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Link Copied!

আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৯ মে)শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ৫ নং শিবপাশা ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং পৌরসভা টিম রানার্সআপ পদক জিতে নেয়।

অনুষ্ঠানে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি, মোঃ মাশুক আলী অফিসার ইনচার্জ , আজমিরীগঞ্জ থানা। মোঃ মনোয়ার আলী,সাধারণসম্পাদক , উপজেলা ক্রীড়া সংস্থা , আজমিরীগঞ্জ। মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার  , আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নোর চেয়ারম্যান আশরাফুল ইসলাম মোবারুল,চেয়ারমম্যান নলিউর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, মোঃ আব্দুস সালাম সমবায় অফিসার দেবাশীষ দেব পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান উপজেলা একাডেমিক সুপারভাইজার হায়দার আলী মৃধাসহ উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ ,সহকারি শিক্ষক বৃন্দ , শিক্ষার্থী ও উপজেলার সর্বস্তরের জনগণ।

উক্ত অনুষ্ঠানে এম মেরাজুল ইসলাম ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন।