আজমিরীগঞ্জে অতীতের থেকেও শক্তিশালী রুপে ফিরে এসেছে বালুখেকো সিন্ডিকেট। প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে চলছে বালু বিক্রি।
আজমিরীগঞ্জ উপজেলাধীন জলসুখা ইউনিয়েনের কোদালিয়া-কুশিয়ারাতে দিন দুপুরে বালু উত্তোলন করে বিক্রি করছে জলসুখা ইউনিয়নসহ নোয়াগড় গ্রামের প্রভাবশালী সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া গংরা।
সূত্রের খবরের ভিত্তিতে জলসুখা ইউনিয়েনের কোদালিয়া-কুশিয়ার নদী সরেজমিন গিয়ে দেখা যায়,জলমহাল খননের নামে দীর্ঘ পাইপলাইন দিয়ে বিভিন্ন জায়গায় ১০-১২ টাকা ঘনফুট মূল্যে বালু বিক্রি করছে শাহজাহান মিয়া গংরা।
ড্রেজার মেশিনে অবস্থানরত কর্মী ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়,নোয়াগড় গ্রামে মের সাবেক মেম্বার দীর্ঘদিন যাবত উক্ত জলমহালটি লিজে ব্যবহার করে আসছেন।
সম্প্রতি জলমহালের গভীরতা কমে যাওয়ায় তিনি জলমহালটি খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেন। আবেদনের পর আজমিরীগঞ্জ এর চিহ্নিত বালুখেকো মোস্তফা কামাল (মস্তু) বাদল মিয়ায় সাথে যোগসাজশে আজমিরীগঞ্জ উপজেলাধীন আরোও কয়েকজন প্রভাবশালীকে নিয়ে বালু বিক্রি করার জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেন।
নদী খনন আইনের বিস্তারিত জানতে গিয়ে জানা যায়,নদীর গভীরতা কমে গেলে নদী খনন করা যায় কিন্তু খননকৃত বালু বিক্রি ও অন্যত্র পরিবহন করায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

ছবি : ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে
শাহজাহান মিয়া গংরা জলমহাল খননের আদেশ পেতে নদীর গভীরতার সঠিক তথ্য দিতেও গড়পরতা করেছেন বলে তথ্য রয়েছে। শাহজাহান মিয়া গং বালুখেকো সিন্ডিকেটের এক সদস্যসের সাথে আলাপকালে জানা যায়,তারা হবিগঞ্জ,আজমিরীগঞ্জ সব ম্যানেজ করেই ড্রেজার চালাচ্ছেন।
প্রশাসন তাদের অনুমতি দিয়েছে,তারা খনন করবে সাথে বালু বিক্রিও করবে। শুধু প্রশাসন নয় টাকার বিনিময়ে স্থানীয় সব সাংবাদিকদের মুখও নাকি তারা বন্ধ করে দিয়েছে বলে জানান।
প্রকাশ্যে এক রকম সব ধরনের আইন কানুনকে চ্যালেঞ্জ করে বালু বিক্রি করায় এলাকায় সাধারন মানুষের মনে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বালুখেকো সিন্ডিকেট প্রভাবশালী বিদায় কেউ মুখ খুলে কোন কিছু বলতে নারাজ। সবাই প্রশাসনের কাছে আইনের সঠিক প্রয়োগের জন্য অনুরোধ করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার জানা মতে তারা খননের অনুমোদন নিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে।
খননের বালু বিক্রি করা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন,বিক্রির ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আমি খোঁজ নিয়ে দেখবো। তারা যদি বালু বিক্রি করে থাকে তাহলে প্রচলিত আইনে আমি ব্যবস্থা গ্রহন করব।