তারেক হাবিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘঁনা ঘটে। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের বজলু মিয়ার পুত্র জাহেদ মিয়ার সাথে তারই প্রতিবেশী কাদির মিয়ার পুত্র ওয়াসিম মিয়ার সংঘর্ষ বাধেঁ।
এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে সাহেদ মিয়া (৪৫), জাহেদ মিয়া (৪৬), খুর্শেদ মিয়া (৫৫), আলমগীর (৩০), মোক্তাদির (২৫), আরশাদ আলী (৪৮), শাহীন (১৫), কাউছার (২৫), ফকরুল মিয়া (৪০), রোকেয়া আক্তার (৪০), শাহানা (৪৫), হামিদুল (৫৫), আব্বাস (৫৫), নজরুল (৫০), আবু তাহের (৪০), টিটু (২৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবপাশা ফাড়িঁর ইনচার্জ আলী আশরাফ জানান, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।