আজমিরীগঞ্জে চলছে অবাধে কারেন্ট জালের ব্যবহার। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে চলছে অবাধে কারেন্ট জালের ব্যবহার।

Link Copied!

 

মামুনূর রশীদ, আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার গ্রামে গ্রামে সয়লাব করছে কারেন্ট জাল। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বাজারগুলোতেও। বিষয়টি এমন হয়ে দাড়িয়েছে, যেন কেউ জানেই না কারেন্ট জাল যে, দেশে নিষিদ্ধ। বেশ কয়েক বছর ধরে নেই পুলিশি অভিযান। পুলিশের এমন তৎপরতার অভাবে ক্রেতা বিক্রেতা প্রায় প্রকাশে মেতে উঠেছে কারেন্ট জালের ব্যবহারে।

কেন কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়না মর্মে জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মফিজুর ইসলাম “দৈনিক আমার হবিগঞ্জে”র কাছে অবহেলার কথা শিকার করে বলেন, “অনেকদিন ধরেই অভিযান করা হয়না। আমাদের সাথে যদি ইউএনও স্যার বা মোবাইল কোর্ট থাকতো তাহলে অনেক সুবিধা হত। তবে আমরা কারেন্ট জালের কেনা বেচার কোন তথ্য পেলে অভিযান পরিচালনা করবো”।

এ ব্যাপারে প্রশাসনের কি পদক্ষেপ নেওয়া উচিৎ জানতে চাইলে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মতিউর রহমান “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন” আমি তো সবে মাত্র জয়েন করলাম। আমি সঠিক জানিনা এখানকার কি অবস্থা। তবে আমি বরাবরই কারেন্ট জালের বিরুদ্ধে তৎপর। আগে যেখানে ছিলাম সেখানেও অভিযান করেছি। এখানেও শক্ত পদক্ষেপ নিব। প্রয়োজনে মোবাইল কোর্ট ব্যবহার করে কারেন্ট জালের রাস টেনে ধরবো”।

এলাকার বিশিষ্টজনদের অভিমত, সরকারি আইন বাস্তবায়ন করে অত্র এলাকায় পুরোপুরি কারেন্ট জাল নিষিদ্ধ হওয়া জরুরী। এতে করে ক্রমহ্রাসমান মাছের বংশবৃদ্ধি কিছুটা হলেও তরান্বিত হবে।