আজমিরীগঞ্জে ঘরে ঘরে ভূতুরে বিদ্যুৎ বিল কর্তৃপক্ষ বলছে দায় সবার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ঘরে ঘরে ভূতুরে বিদ্যুৎ বিল কর্তৃপক্ষ বলছে দায় সবার

অনলাইন এডিটর
August 28, 2020 12:47 am
Link Copied!

ছবি: বিদ্যুৎ বিলের কপি।

 

মামুনূর রশীদ, আজমিরীগঞ্জ : গতমাসে সারাদেশে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় দেশব্যাপী ব্যাপক বিতর্কের জন্ম দেওয়ার পর এবারও আজমিরীগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ২৭ আগস্ট আজমিরীগঞ্জে বিদ্যুতের বিল পেপার বিলি করা হয়। বিল দেখে অনেক গ্রাহক হতভম্ব হয়ে পড়েন। কারণ সাধারণত নিয়মিত যে বিল আসে তার থেকে কয়েকগুণ তারতম্য দেখা গিয়েছে এই বিলে। কারো দিগুণ কারো তিনগুণ বিল আসে। অথচ বিদ্যুৎ ব্যবহারের উপকরণ ছিল একই।

এই ঘটনায় আজমিরীগঞ্জের গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় মানিক মিয়া নামের একজন নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতেই সীমিত আকারে জীবিকা নির্বাহ করে জীবন চালানো কষ্টসাধ্য। তার মধ্যে আবার তিনগুণ বিদ্যুৎ বিল চাপিয়ে দিয়েছে। অপরদিকে রকিব হাসান নামের আরেকজন জানান, আমার প্রতিমাসে ৪০০ থেকে ৫০০ টাকা বিল আসতো। কিন্তু এই মাসে বিল আসলো ১৮০০ টাকা। এখন কি বলবো বলেন। বলার ভাষা আর নাই। পলাশ মিয়া নামের একজন জানান, প্রতিমাসে ৫০০/৬০০ টাকার বিলের জায়গায় এই মাসে ২৫০০ টাকার বিদ্যুৎ বিল এসেছে। সরেজমিনে ঘুরে অন্তত কয়েক ডজন এরকম অভিযোগ পাওয়া গেছে।

অপরদিকে বিদ্যুৎ বিল যে শুধু বেশি আসে তা কিন্তু নয়। মাঝে মধ্যে ব্যতিক্রমও দেখা দিয়েছে। বাছিত মিয়া নামের একজনের বিদ্যুৎ বিল এসেছে মাত্র ৪২ টাকা। অথচ তার নিয়মিত বিল আসে ১৫০ থেকে ২০০ টাকার ভিতরে। অনুরূপ কাছু মিয়া নামের একজনের বিলও স্বাভাবিকের চেয়ে অনেক কম এসেছে। তিনি জানান, এই মাসে আমার মাত্র ৩৬ টাকা বিদ্যুৎ বিল এসেছে। অথচ প্রতিমাসে ১৫০ থেকে ২০০ টাকা বিল আসে।

এরকম কাণ্ডের কি ব্যাখ্যা আছে, জানতে চাইলে আজমিরীগঞ্জ সহকারী বিদ্যুৎ ইঞ্জিনিয়ার জনাব সায়েদুজ্জামান দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, আমরা এ ধরনের শত শত অভিযোগ পাইতেছি। সম্ভবত করোনার কারণে অনেক জায়গায় রিডিং না দেখেই অনুমান করে বিল প্রস্তুত করা হয়েছে।অথবা ভিন্ন কারণও থাকতে পারে। আমি বলবো এর দায় আসলে কারো একার নয়, এর দায় সবার। কিন্তু তার পরেও আমরা বিল সংশোধনের চেষ্টা করছি। কারো বিল নিয়ে অভিযোগ থাকলে যেন বানিয়াচঙ্গ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন।

এদিকে আজমিরীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত রিডিং মাস্টারের সাথে কথা হলে তিনি জানান, মিটার উঁচু নিচু থাকায় অনেক সময় লিখতে অসুবিধা হয়। ফলে শতকরা ৪/৫’টা রিডিং ভুল হতে পারে।