আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশার উত্তর বন নামে পরিচিত এখানে কৃষি জমিকে কেটে মাছ চাষ করার ব্যবস্হা করেছেন মোঃ মন্নান চৌধুরী। জিজ্ঞাসাবাদে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, চার একর কৃষি জমির উপর এই মৎস্য চাষ করার জন্য তিনি এই ব্যবস্হা করেছেন।

ছবি : আজমিরীগঞ্জে কৃষি জমি কেটে মাছ চাষের জন্য গড়ে তোলা হচ্ছে
মন্নান চৌধুরী আরো জানান, এই জমিতে দুবার ফসল চাষ করা যায় ইরি ও বোর।সার,কীটনাশক, সেচ করতে যে পরিমাণ খরচ হয় সেই খরচ ধান বিক্রি করে তা পরিশোধ করা যায় না।তাই তিনি কৃষি জমির উপর মৎস্য চাষ শুরু করা প্রস্তুতি নিয়েছেন।