আজমিরীগঞ্জে কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 14 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে কৃষিপণ্য বিপণন প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা

অনলাইন এডিটর
August 14, 2020 7:47 pm
Link Copied!

ছবি: মোবাইল কোর্টের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।

 

দিলোয়ার হোসেন, আজমিরীগঞ্জ : শুক্রবার (১৪ আগষ্ট) আজমিরীগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে ধানের বীজের অতিরিক্ত মূল্য নেওয়ায় এবং মেয়াদ উর্ত্তীন্ন কীটনাশক পাওয়ায় আজমিরীগঞ্জ বাজারের রন্জিত পাল কে ২ হাজার টাকা, সেকুল মিয়াকে ৩ হাজার টাকা, আমির হোসেনকে ৩ হাজার টাকা, মোবাশ্বির আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ ৩৯/৫২ ধারায় এই জরিমানা গুলি করা হয়।

অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতার জোড় দেন এবং তাদের মাস্ক বিতরন করেন।

আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস জানান, আজমিরীগঞ্জ বাজারে ধান বীজের দাম অতিরিক্ত রাখা হচ্ছে খবরটি আমি জানতে পারি তাই তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠান যারা অসাধু উপায়ে ধান বীজের দাম বেশি রাখে তাদের জরিমানাগুলি করেছি এবং ভবিষ্যতে যাতে ন্যায্যমূল্যে ধানবীজ বিক্রি করে সে ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছি।

অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এ.এস.আই বিদ্যুৎসহ কয়েকজন পুলিশ সদস্য।