আজমিরীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ! দুই ধর্ষককে আটক করেছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ ! দুই ধর্ষককে আটক করেছে পুলিশ

অনলাইন এডিটর
August 18, 2020 7:47 pm
Link Copied!

ছবি: অনলাইন থেকে নেয়া ৷

 

দিলোয়ার হোসেন : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ১৭ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে ২ ধর্ষককে আটক করেছে পুলিশ ৷ (১৭ আগস্ট) সোমবার রাত ৩ টায় উপজেলার শিবপাশা ইউনিয়নে অভিযান চালিয়ে ধর্ষক বাঁধন মিয়া (১৬ ) মনিরুল (১৫ ) কে আটক করে আজমিরীগঞ্জ থানা পুলিশ ৷

ধর্ষিতার পারিবারিক ও স্থানীয় সুত্রে জানযায়, ১৭ আগষ্ট সোমবার বিকাল আনুমানিক ৪ টায় সদর ইউনিয়নের বিরাট (ভাটিপাড়া) গ্রামের সনজীব শীল ওরফে অধীর শীলের বড় মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরী (১৭) বাড়ির পিছনে গোবর উঠাতে যায়, তখন প্রতিবেশী ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (সাবেক) মশক আলী মিয়ার পুত্র বাঁধন মিয়া বুদ্ধি প্রতিবন্দ্ধি কিশোরীকে জোরপূর্বক পাশের গোয়াল ঘরে নিয়ে মুখে গামছা বেধে ধর্ষণ করে এর পরপরই ধর্ষক বাঁধনের বন্ধু ও চাচাতো ভাই একই গ্রামের আবুল মিয়ার পুত্র মনিরুল গোয়াল ঘরে প্রবেশ করে পুনরায় কিশোরীকে ধর্ষন করে ৷

সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়ে ঘরে না ফেরায় ধর্ষিতার মা বাড়ির পিছনে মেয়েকে খুজতে গিয়ে মশক আলীর গোয়াল ঘরে গোঙ্গানীর শব্দ শুনতে পান তখন তিনি গোয়াল ঘরে প্রবেশ করে দেখেন দুই ধর্ষক তাদের পরনের কাপড় পরছে এবং কিশোরী মুখ বাধা অবস্থায় পরনের কাপড় ঠিক করার চেষ্টা করছে ৷তখন দুই ধর্ষক ধর্ষিতার মায়ের কাছে কাকুতি মিনতি করতে থাকে যাতে সে বিষয়টি কাউকে না জানায়, এক পর্যায়ে ধর্ষকদ্বয় ধর্ষিতার মায়ের পায়ে ধরে বিষয়টি মিমাংসা করার চেষ্টা করে ৷

এর পর ধর্ষকের পরিবার পরিজন বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় ভাবে শেষ করার কৌশল অবলম্বন করে ৷ ধর্ষিতার মা বিষয়টি আঁচঁ করতে পেরে আজমিরীগঞ্জ থানায় খবর দেন ৷ খবর পেয়ে তাৎক্ষনিক আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত তালুকদার এ এস আই জাহাঙ্গীর সহ পুলিশের একটি টিম বিরাট (ভাটীপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷ অপর দিকে দুই ধর্ষক পুলিশের খবর পেয়ে পার্শ্ববর্তী ৫ নং শিবপাশা ইউনিয়নে আত্বীয়ের বাড়িতে পালিয়ে গিয়ে আশ্রয় নেয়। রাতে আনুমানিক ২টায় আজমিরীগঞ্জ থানার এস আই মফিদুল, এস আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ৫ নং শিবপাশা ইউনিয়নে সাড়াশি অভিযান চালিয়ে দুই ধর্ষককে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে ৷

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (আজমিরীগঞ্জ-বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম ‘দৈনিক আমার হবিগঞ্জ’র কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, খবর পেয়ে আমরা ভিকটিমকে উদ্ধার করি এবং সেই সাথে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ধর্ষকদের আটক করা হয়েছে ৷ এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ৷