আজমিরীগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 14 November 2021

আজমিরীগঞ্জে কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Link Copied!

দিলোয়ার হোসেন :  আজমিরীগঞ্জ উপজেলার বদলপুরের পূর্ব কালনী গ্রামে গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দিপু দাস (২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৪নভেম্বর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন।
মৃত দিপু দাস আজমিরীগঞ্জ  উপজেলার ২ নং বদলপুর ইউনিয়নের পাহারপুর পূর্বকালনি গ্রামের অণিল দাসের পুত্র। সে মাধবপুর সরকারি কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানাযায়, পরিবারের সকলের সাথে রাতের খাবার খাওয়ার পর দিপু দাস ঘুমাতে যায়। পরদিন সকালে বাড়ির সামনে বরই গাছের সাথে রশিদিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার স্বজনরা।
সুত্রে আরো জানায়, সে পারিবারিক ভাবে বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন যাবৎ বিষন্নতায় ভূগছিলেন। তবে তার আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ  (ওসি) নুরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান , রনি দাসের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এব্যাপারে তার পিতা অণিল দাস বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেন।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়