আজমিরীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত্য ব্যক্তি করোনা পজিটিভ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 26 June 2020

আজমিরীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মৃত্য ব্যক্তি করোনা পজিটিভ

Link Copied!

দিলোয়ার হোসেন :   আজমিরীগঞ্জ উপজেলা জলসুখা ইউনিয়নের দূর্লভপুর গ্রামের নিতেন্দ্র গোপ ( ৫৫ )  গত ২২ শে জুন নিজ বাড়িতে পরলোক গমন করেন। এদিকে ২৫ জুন ঢাকা ল্যাব  থেকে আসা রিপোর্টে উক্ত ব্যক্তির করোনা পজিটিভ আসে । বিষয়টি নিশ্চিত করেন জেলা  সিভিল সার্জন ডাঃএ কে এম মোস্তাফিজুর রহমান । 
মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তিনি অনেক দিন ধরে কিডনি ও শ্বাসকষ্ট রোগে ভুলছিলেন তাহার শারীরিক অবস্থা  অবনতি ঘটায়  গত ২২ জুন উনাকে সকাল বেলা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাঃ উনাকে চিকিৎসা দিয়ে করোনা নমুনা দিতে বলেন কারন উনার মধ্যে  কিছু করোনা উপসর্গ বিদ্যমান ছিল । তারপর উক্ত ব্যাক্তি নমুনা দিয়ে সন্ধ্যা বেলায় বাড়িতে চলে আসেন । রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উনি পরলোক গমন করেন ।
এলাকাবাসী বলছেন, স্বাস্থ্য বিধি না মেনেই পারিবারিক ভাবে মৃত ব্যক্তির সৎকার করা হয় । এ নিয়ে জনমনে আতংক বিরাজ করছে।

আজমিরীগঞ্জে করোনা ভাইরাস নমুনা সংগ্রহকারী মোঃ লিটন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি জেলা সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে, খুব তারাতাড়ি মৃত ব্যক্তির পরিবার এবং সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হবে । এতে সবার সহযোগিতা চাই ।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়