স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী (চৌধুরী বাড়ী)-তে এএবিসি সরকারি হাইস্কুল (বিরাট)-এর প্রাক্তন শিক্ষক মরহুম এহিয়া চৌধুরী স্মরণে এহিয়া চৌধুর স্মৃতি সংঘের উদ্যোগে এলাকার গরীব দুখী অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে ।

ছবি : শীতার্তদের হাতে শীতবস্ত্র তোলে দেয়া হচ্ছে
গত শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে শীতবস্ত্র বিতরণ ও চক্ষু সেবা দেয়া হয়।

ছবি : মঞ্চে উপস্থিত এহিয়া চৌধুরী স্মৃতি সংঘের সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ
এতে উপস্থিত ছিলেন মরহুম এহিয়া চৌধুরীর শ্যালক ঢাকা ন্যাশনাল হাসপাতালের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাক্তার শাহীন রেজা চৌধুরী (শিরুক), জনাব ইসপাহান চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার জনাব নওশাদ উল্লাহ খান, ফয়সল চৌধুরী, ফুয়াদ উল্লাহ খান, ফরিয়াদ চৌধুরী, সুহাগ চৌধুরী,আনিস চৌধুরী ও সমাজসেবক বাবুল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।