আজমিরীগঞ্জে এসিল্যান্ড এর নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার : জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 April 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে এসিল্যান্ড এর নেতৃত্বে সেনাবাহিনীর টহল জোরদার : জরিমানা আদায়

Link Copied!

তানজিল হাসান সাগর  :  আজমিরীগঞ্জে সহকারি কমিশনার (ভূমি) মতিউর রহমান খানের নেতৃত্বে সোমবার(৬এপ্রিল) সকাল ১১ঃ০০ ঘটিকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ বাজার, সলোরি বাজার, কাকাইলসেও বাজার, শিবপাশা বাজারে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথঅভিযান পরিচালিত হয়েছে।
লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও এস আই নাসির এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

ছবি : আজমিরীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। জরিমানা ও করা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে

এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে মোট ০৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৭০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময়ে দোকান খোলা রাখায় এলাছ মিয়াকে ২০০ টাকা, ওসমান মিয়াকে ৫০০ টাকা, শফিকুর রহমানকে ১,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমনা খান দৈনিক আমার হবিগঞ্জকে জানান,সকলের সতর্ক অবস্থানই পারে দেশকে নিরাপদ রাখতে। আসুন নিজে নিরাপদ থাকি আর অন্যকেও করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করি। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।