আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শানবাড়ি মৌজার ১ নং খতিয়ানের ৫৪৮ দাগে .৭৪ একর সরকরী খাস জায়গা নেটের জাল ও বাঁশ দিয়ে দখল করার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে।
শনিবার (২৫ফেব্র্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে উক্ত জায়গা উদ্ধারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে জায়গা দখলে ব্যবহৃত নেটের জাল,বাঁশ ও ফলজ গাছ উদ্ধার করে জব্দ করা হয় এবং উক্ত জায়গায় সরকারী সম্পত্তি মর্মে সাইনবোর্ড ও লাল পতাকা টানিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত
স্থানীয়ররা জানায়,বিগত কয়েক মাস আগে মমিনুর রহমান সজীব গং উক্ত জায়গাটি দখল করার পর আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার কর্তৃক বাধা নিষেধ প্রদান করা হয় এবং পরবর্তীতে জায়গার মালিকানা সংক্রান্ত একটি মামলাও হয়।
আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি কোন জবরদখল করিনি।
২০১৫ সালে হবিগঞ্জ জেলা পরিষদ থেকে আমরা শানবাড়ি মৌজার ১ নং খতিয়ানের ৫৪৮ দাগের জায়গাটি লিজ নেই। আমার জানামতে ১ নং খতিয়ানের মালিক জেলা পরিষদ।
আমি প্রথম ধাপে কাজ করার সময় উপজেলা প্রশাসন রেকর্ড মূলে সরকারী জায়গা দাবী করে আমার কাজে বাধা প্রদানের পর জেলা পরিষদের বিরুদ্ধে মামলা করেছি,মামলা চলমান রয়েছে।
মামলা নিষ্পতি না করে পুনরায় কাজ করাটা আদালত অবমাননা কিনা জানতে চাইলে তিনি বলেন পুনরায় কোন কাজ করিনি।
হবিগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মোঃ কামরুজ্জামান দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন,দলিলপত্রে এই জায়গাটি ১ নং খতিয়ান মানে সরকারী জায়গা।
কেউ যদি সরকারী জায়গা বিনা লীজে দখল করে তাহলে সেটা দন্ডনীয় অপরাধ।
আমি যদি এখানে দখলকারীদের উপস্থিত পাইতাম তাহলে সরাসরি ৩মাসের জেল দিতাম। কাউকে এখানে উপস্থিত না পাওয়ায় সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে।।
দখলে ব্যবহৃত জিনিষপত্রাদী জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এধরণেরর কাজ চলমান থাকলে যেই করুক তার বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে।
অভিযানে হবিগঞ্জ ও আজমিরীগঞ্জ এর থানা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।