স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে কামাল হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ৫০ জন। মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন রাহেলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই কামাল হোসেন মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজরিমীগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জকে জানান,এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এই সংঘর্ষে এক জন মারা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।