আজমিরীগঞ্জ প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ এর দ্বিতীয় দিনে হবিগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক আজমিরীগঞ্জের বিভিন্ন হাওড়ে মৎস্য সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২২জুলাই) উপজেলার শিবপাশা হাওরড় জেলা প্রশাসক কামরুল হাসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৫হাজার মিটার বেড় জাল উদ্ধার করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

ছবি : ৫ হাজার মিটার বেড় জাল আগুনে পুড়ানো হচ্ছে
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন- এডিএম,এনডিসি,জেলা মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু,উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্ঝামান প্রমুখ।

ছবি : আজমিরীগঞ্জের হাওড়ে জেলা প্রশাসকের নেতৃত্বে চালানো হচ্ছে মোবাইল কোর্ট
এ সময় হাওড়ে বিল নার্সারির মাধ্যমে উৎপাদিত কয়েক লাখ পোনা মাছ অবমুক্ত করা হয়।