আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার সৌলরী বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মধ্যে ২০ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬০ হাজার টাকা বিতরণ করেছেন হবিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসরকারি প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব্ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। শনিবার (২০জুন) দুপরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে এসব সহায়তা তুলে দেন তিনি।

ছবি : ক্ষতিগ্রস্থ পরিাবারের সদস্যদের হাতে নগদ অর্থ তোলে দিচ্ছেন আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি
নগদ টাকা ও ঢেউটিন বিতরণ কালে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল হক ভূঁইয়া, শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী আমজাদ তালুকদার, সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।