আজমিরীগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৫ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 17 May 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ৫

Link Copied!

দিলোয়ার হোসেন :  আজমিরীগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে ৫জন । রোববার (১৭মে)  বিকাল সাড়ে পাঁচটায় আজমিরীগঞ্জ-শিবপাশা রোডের পাছআইক্কা নামক স্থানে ঢাকা থেকে আগত একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে অ্যাম্বলেন্সে থাকা ৫জন গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ছবি : দুর্ঘটনায় কবলিত পড়া অ্যাম্বুলেন্স

দূর্ঘটনায় আহত আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের নুরুল হক মিয়া দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা শেষে তারা গ্রামের বাড়িতে অ্যাম্বুলন্স যোগে রওনা দেন। দূর্ঘটনাস্থলে আসা মাত্রই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে অ্রাম্বুলেন্সটি খাদে পড়ে যায়।