তানজিল হাসান সাগর : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আজমিরীগঞ্জ উপজেলার হতদরিদ্রদের ঘরে ঘরে গিয়ে থাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য মরহুম অ্যাডেভোকেট শরীফ উদ্দিন আহমেদ এর পুত্র কেন্দ্রীয় আওয়ামী লীগ এর উপকমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
তিনি রোববার (৫এপ্রিল) দুপুরে আজরিমীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে উপস্থিত হয়ে সক্ষমতা অনুযায়ি চাল,ডাল,আলু,পেঁয়াজ বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারিতে রূপ নিয়েছে। বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব।
তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি প্রবাসফেরতদের অবশ্যই হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস শূন্যের কোটায় না আসা পর্যন্ত এলাকার বিত্তবানরা কর্মহীন হতদরিদ্র মানুষের পাশে থাকলে একজন মানুষও না খেয়ে থাকবে না। এ সময় আওয়ামী লীগ নেতা সবাইকে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করার আহ্বান জানান।
করোনা পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত তার সহযোগিতা অব্যাহত থাকবে। করোনা পরিস্থিতিতে কোনো মানুষ খাদ্য বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় থাকলে তাকে জানানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংকটময় সময়ে খবর পেলেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সমস্যায় থাকা মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হবে। আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,বর্তমান পরিস্থিতি উত্তোরণ না হওয়া পর্যন্ত তার এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। ত্রাণ বিতরণকালে তার সাথে আওয়ামী লীগ,ছাত্রলীগসহ আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন সেক্টরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।