আজমিরীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 3 December 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে ধ্বংস

Link Copied!

দিলোয়ার হোসেন :  আজমিরীগঞ্জে বালুখেঁকোদের দৌরাত্ব্য বেড়েছেই চলেছে। প্রশাসনের কড়া হস্তক্ষেপের পরও থামছে না অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বাণিজ্য।
বৃহস্পতিবার (৩ডিসেম্বর) দুপুরে আজমিরীগঞ্জে  অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ টি ড্রেজার মেশিন এবং ৩ হাজার মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়েছে ৷  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে  উপজেলার  বদলপুর ইউনিয়নের পিটুরকান্দি ও আজাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ অমান্য করায়  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ টি শেলো মেশিন ও ৩ হাজার ফুট পাইপ  জব্দ ও ধ্বংস করা হয় ৷
জানা যায়, বিগত বেশ কিছু দিন ধরে উপজেলার  নদ-নদীসহ  বিভিন্ন স্হানে একটি প্রভাবশালী  বালু  খেঁকো চক্র  প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে ৷ উপজেলা প্রশানের বারবার অভিযানে সরঞ্জামাদি জব্দ, ধ্বংস করলেও  থামছে না ঐ বালু খোঁকো চক্রের দৌরাত্ন্য ৷

ছবি : আজমিরীগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে পুড়িয়ে দেখা হচ্ছে শ্যালো মেশিন

এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হলে উপজেলা নির্বাহী অফিসার  মতিউর রহমান খাঁন এবং  সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ নিয়মিত অভিযানে নামেন ৷ বিগত কয়েক দিন আগেও অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পাইপ ও সরঞ্জামাদি জিনিস জব্দ ও ধ্বংস করা  হয় হাজার হাজার মিটার পাইপ এবং ডজন খানেকের উপরে ড্রেজার মেশিন ৷ এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাশ এই অভিযান পরিচালনা করেন ৷
অভিযান পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার এস আই এখলাছুর রহমান ভূইয়া এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন৷

ছবি : আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যামান আদালতের অভিযানে পুড়িয়ে দেয়া হচ্ছে শ্যালো মেশিন

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  উত্তম কুমার দাশ  জানান, এই উপজেলায় কোনও অনুমোদিত বালু মহাল নেই। এরপরও অসাধু ব্যক্তিরা বিভিন্ন নদ-নদী  এবং ভুমি থেকে  অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছে। তবে  উপজেলা প্রশাসন এ ব্যাপারে কড়া নজরদারি রয়েছে। খুব শীঘ্রই ঐসব অসাধু বালু ব্যবসায়ীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে ৷