আজমিরীগঞ্জ প্রতিনিধি : রবিবার (২৩ আগষ্ট) দুপুর ২’ঘটিকায় “দৈনিক আমার হবিগঞ্জ” প্রতিনিধি খবর পায় যে আজমিরীগঞ্জ- কাকাইলছেও রোডের কুমারহাটির পশ্চিমপাশে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সরজমিনে আমাদের প্রতিনিধী ঘটনাস্থলে গেলে বালু পরিবহনের ঘটনার সত্যতা পায়। সাথে সাথে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানকে মুঠোফোনে ঘটনা জানালে তিনি সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাসকে ঘটনাস্থলে পাঠান।
খবর পেয়ে অবৈধভাবে বালু পরিবহনকারীগন ঘটনাস্থল থেকে সরঞ্জাম রেখে পালিয়ে যান। আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মোবাইলকোর্টের মাধ্যমে ১০০০ ফুট বালু উত্তোলন করার পাইপ জব্দ করেন।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস, ‘দৈনিক আমার হবিগঞ্জ’ প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা নদী ভাঙ্গনসহ বিভিন্ন মনুষ্যসৃষ্টি দুর্যোগের সৃষ্টি করছেন তাদের আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করবেন বলে আশস্ত করেছেন।