আজমিরীগঞ্জ পৌর এলাকার উপজেলা কমপ্লেক্সের পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে বাস স্ট্যান্ড। আজমিরীগঞ্জ থেকে ঢাকা,চট্রগ্রাম,সিলেটসহ একাধীক রুটে লাকী,মর্ডান,মুন,দিগন্ত,বিআরটিসির মত একাধিক বাস নিত্য দিন চলাচল করলেও এগুলোর সঠিক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন দৃশ্যমান পদক্ষেপ।
বিভিন্ন সূত্র ও সরেজমিন ঘুরে দেখা যায়,আজমিরীগঞ্জ পৌরএলাকার জগৎজুতি দাস স্মৃতি ফলকের নিকট জায়গা ভাড়া নিয়ে আবার অনেকেই সরকারী জায়গা দখল করে বিভিন্ন নামে বাস স্ট্যান্ড গড়ে তুলেছে।
একই রুটে একাধীক বাস থাকায় প্রতিদিনই এই জায়গায় ভাড়া ও যাত্রী উটানামা নিয়ে গন্ডগোল লেগেই থাকে। নামে বেনামে জায়গা ভাড়া নিয়ে কাউন্টার থাকলেও বাস রাখার জায়গা কারো নেই।
বিআরটিসি,লাকী,মুন ও দিগন্ত পরিবহনের গাড়ি রাস্তা দখল করে পার্কিং করে রাখা হয়। যার ফলে উক্ত এলাকায় যানজট ও দূর্ঘটনা এখানে নিত্য দিনের সঙ্গী। আবার কখনও যাত্রী তুলা নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করে বড় ধরনের সংঘর্ষের ঘটনাও লোকমুখে শুনা যায়।
ভাড়া নিয়ে যাত্রী আর বাস চালকদের ঝগড়া হর হামেশাই এখানে ঘটে থাকে। উপজেলা প্রশাসন থেকে কয়েক মিটার দূরুত্বে অবৈধভাবে গড়ে উঠা এই বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণে যথাযথ কর্তৃপক্ষের অবহেলাই এর মূল কারন বলে অনেকেই জানিয়েছেন ।
আবার ওইসকল পরিবহন নিয়ন্ত্রণকারী এলাকায় নিজেদের প্রভাব থাকায় অনেকটা ইচ্ছে করেই যত্রতত্র বাস গাড়ি পার্কিং করে রাখে। তাদের একচেটিয়া প্রভাবের কারনে সাধারন জনগন ভোগান্তি হলেও প্রতিবাদ করার সাহস পায়না।
আবার কয়েকজন প্রভাবশালী নেতা সরকারী খাস জায়গায় সাইনবোর্ড টানিয়ে তার সামনে রাস্তা দখল করে গাড়ির টিকেট বিক্রি করেন একাধীক অভিযোগ পাওয়া গেছে। বাস,সিএনজি ও মোটরসাইকেল স্ট্যান্ড একই স্থানে থাকার কারনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই ঝামেলা লেগে থাকে।
পৌর এলাকায় এভাবে অবৈধভাবে বাস স্ট্যান্ড গড়ে উঠায় এবং পৌর কর্তৃপক্ষের সুনজরের অভাবে আজমিরীগঞ্জ পৌরসভা পরিবহন খাত থেকে আগত রাজস্ব ও হারাচ্ছে বলে সচেতন মহল দাবী করেন। আজমিরীগঞ্জে বিগত কয়েকমাসে সংঘটিত বেশির ভাগ ঝগড়ার সূত্রপাত এই অবৈধ ও অনিয়ন্ত্রিত বাস স্ট্যান্ড বলে অনেকেই দাবী করেন।
আজমিরীগঞ্জ থেকে সিলেটে চলমান বিআরটিসি বাসের ভাড়া নিয়ে ঐ বাসে চলাচল করা অনেক যাত্রীই ভাড়া ও সেবার মান নিয়ে তাদের ব্যাক্তিগত ফেইসবুকে পোস্ট দিতেও দেখা গেছে ।
অপরিকল্পিতভাবে গড়ে উঠা এই অবৈধ বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ গ্রহন করবেন কিনা জানতে আজমিরীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমির সাথে মোবাইল কলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।