আজমিরীগঞ্জে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী পলাতক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 May 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু : স্বামী পলাতক

Link Copied!

মামুনূর রশীদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি  :  আজমিরীগঞ্জের ৪নং কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার মেয়ে মোছাঃ সবিতা আক্তারের(১৯) রহস্যজনক মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৫মে) দিবাগত রাত ১২:৩০ দিকে নিহতের লাশ তার বাবার বাড়ির আঙ্গিনায় কে বা কারা হত্যা করে ফেলে যায়। পরে রাত তিনটার দিকে আজমিরীগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং লাশের গলায় বিভিন্ন আঘাতের চিহ্ন দেখতে পান। পরে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এবং হত্যাকাণ্ডের ক্লো উদঘাটনের জন্য ২ ঘন্টারও অধিক সময় স্পটে অবস্থান করেন।  প্রতিবেশী হাসান ও ইমান আলি সহ পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। নিহত সবিতা আক্তারের বাড়ি ও স্বামী মোক্তার হুসেনের (২৩) বাড়ি একই গ্রামে।
বছর খানেক আগে তারা প্রেমের সম্পর্ক করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ।এখনো তার স্ত্রীকে ঘরে তোলে নেয়নি মোক্তার হোসেন।

ছবি : অন্তসত্ত্বা গৃহবধু সবিতা আক্তারের ফাইল ছবি

পরিবার সুত্রে জানা যায়, সবিতা আক্তার ৭ মাসের অন্ত;সত্ত্বা ছিলেন। আর স্বামী মোক্তার হুসেন প্রায়ই শ্বশুড় বাড়িতে অবস্থান করতেন। হত্যার বিষয়ে জানতে চাইলে নিহত সবিতা আক্তারের বাবা ঘরদাইর কান্দা মসজিদের মোতাওয়াল্লি মোঃ ঈসমাইল মিয়া (৬৫) জানান “রাত সাড়ে বারটার দিকে প্রথমে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা খোলা। পরে বাহিরে গিয়ে দেখি ঘরের পিছনে লাশ পরে আছে। তখন আমি চিৎকার চেঁচামেচি করলে প্রথমে হাসান মিয়া ও ঈমান আলি সহ কিছু লোক এগিয়ে আসে। তারপর আমার স্ত্রীকে নিয়ে লাশ ঘরে নেই”।

 

নিহতের পরিবার প্রাথমিকভাবে হত্যার জন্য পলাতক স্বামীকে দায়ী করেছেন। তাদের অভিযোগ মোক্তার হোসেন নেশা করে। প্রায়ই স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হতো। এ নিয়েও হত্যাকাণ্ড হতে পারে। এ দিকে সবিতা আক্তারের শ্বশুড় মন্নর মিয়া (৬০) জানান ” আমার ছেলে মোক্তার হুসেন সে শামীম মেম্বারের বাড়িতে কাজ করতো। গত রাতে ১১ টার দিকে কাজ থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পরে। মৃত্যুর পর রাত ২টার দিকে ঘটনাস্থলে সে দেখতে যায়। পরে নানান মানুষের নানান কথা শুনে ভয় পেয়ে সরে যায়”।

ঘরদাইর ১ং ওয়ার্ডের বর্তমান মেম্বার শামীম মিয়া আমার হবিগঞ্জকে  জানান, রাত ১০:৩০টা পর্যন্ত মোক্তার হুসেন আমার বাড়িতে কাজ করছিলো। তার পরে আমি ঘুমিয়ে পড়েছি আর কিচ্ছু জানিনা। রাত ২টার দিকে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি মোক্তারের স্ত্রী মৃত এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিস্তারিত জানতে চাইলে আজমিরীগঞ্জ থানার ওসি আমার হবিগঞ্জকে জানান “সন্দেহ বশবর্তী হয়ে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের কিছু সদস্যকে থানায় আনা হয়েছে।  স্বামী মোক্তার হোসেনকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। এখনো কোন মামলা হয়নি। তবে আশা করি খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের জট খুলবে।