আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার ফাঁদে সাধারণ মানুষ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 July 2020

আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার ফাঁদে সাধারণ মানুষ

Link Copied!

দিলোয়ার হোসেন  :   আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সাধারন মানুষ সর্বহারা হচ্ছেন । অনেকেই এখন এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে । ভারতের শিলং থেকে নিয়ন্ত্রিত অনলাইন বেটিং তীর (এন্ডিং) এর ফাঁদে পড়ে আজমিরীগঞ্জ পৌর এলাকাসহ কয়েকটি ইউনিয়নের প্রায় শতাধিক মানুষ সবকিছু হারিয়ে এখন চট্টগ্রাম,সিলেট,ঢাকায় দিনমজুরের কাজ করছেন । বিগত ২-৩ বছর ধরে চলা এই অনলাইন জুয়া স্থানীয় কিছু এজেন্টের মাধ্যমে চলমান রয়েছে।

ছবি : এন্ডিং খেলার জুয়াড়িরা এই সাইটে ঢুকে খেলছে এই খেলা

বিভিন্ন সময় আইন শৃঙ্খলাবাহিনীর অভিযানে দুই একজন চুনোপুটি আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাঘব বোয়ালরা।  যার কারনে এই অনলাইন বেটিং বন্ধ করা সম্ভব হচ্ছেনা। করোনা মহামারীর কারনে সবকিছুর মত এই অনলাইন বেটিং কিছুদিন  বন্ধ থাকলেও আবারো এই বেটিং সিন্ডিকেট মাথা তুলে দাঁড়িয়েছে ।

 

আজমিরীগঞ্জ সদরের কয়েকজন অনলাইন বেটিং খেলোয়ারের সাথে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে জানান ,এজেন্টগুলি নিজেরা মাঠে না নেমে কমিশনের মাধ্যমে কিছু লোক নিয়োগ দেয় যারা বর্তমানে মোবাইল এসএমএসের মাধ্যমে পুরো খেলাটি নিয়ন্ত্রণ করে। নিয়োগপ্রাপ্ত ব্যাক্তিগন প্রতি হাজারে ১৫০-২০০ টাকা পর্যন্ত কমিশন পেয়ে থাকেন।

 

স্থানীয় কয়েকজন লোকের সাথে কথা হলে তারা জানান, মূল এজেন্ট কারা একথা সবাই জানে,কিন্তু তারা এলাকায় প্রভাবশালী ও রাজনৈতিক ছায়ায় থাকার কারনে তাদের বিরুদ্ধে কেউ বলার সাহস পায় না। তারা সংশ্লিষ্ট আইন সেবাদানকারীদের কাছে এই অনলাইন বেটিং তীর(এন্ডিং) এর স্থায়ী সমাধান দাবি করেন।

 

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক “আমার হবিগঞ্জ কে জানান, আপনারা তথ্য দিয়ে সাহায্য করুন। আমরা এদেরকে দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়