ঢাকাFriday , 12 January 2024
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জের হাওড় থেকে কিশোরের লাশ উদ্ধার

Link Copied!

আজমিরীগঞ্জে হাওড়ের খাল থেকে আরজান মিয়া ওরফে ময়না মিয়া (১৬) নামে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুর ১টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের বিরাট-শিবপাশা হাওড়ের বন্দের খাল থেকে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওড় থেকে উদ্ধার করে।

নিহত আরজানের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়। তার পিতা বশির মিয়াকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যাত্রী পরিবহনে বের হয় সে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এখনো নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।