মোস্তফা কামাল : আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ শিবপাশা সবুজগঞ্জ বাজারে মেইন রোড বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে কাটকাল,কাকাইলছেও,আজমিরীগঞ্জ ও বিরাট থেকে মানুষ যাতায়াত করে। রস্তার এই অবস্থায় মানুষ পড়েছে চরম দুর্ভোগে ।এই রাস্তার কারণে অসুবিধায় পরছেন কৃষকরাও।
এই রাস্তা দিয়ে ধান লোড করে গাড়ী চলতে ঝুকিপূর্ণ বলে জানান কৃষকরা । রাস্তাটি বাজারের মধ্যে হওয়ায় বাজারবাসী ও পথচারী চরম দুর্ভোগে আছেন । এ বিষয়ে সবুজগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, এই রাস্তার কাজের কন্টাক্ট নিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মর্তুজা হাসান। তিনি যদি দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করেন তাহলে এই সমস্যা সমাধান হয়ে যাবে।পাশাপাশি কষ্ট দুর হবে ওই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীদের।