ঢাকাSunday , 28 April 2024
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জের শিবপাশা ইউপির চেয়ারম্যান পদ শূন্য : নাগরিক সেবা ব্যাহত

Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি গত দেড় মাস ধরে শূন্য জটিলতায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। পাশাপাশি নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। বিশেষ করে ব্যবসায়ীরা চলতি বছরে ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন। এ জটিলতায় শিবপাশা ইউনিয়ন অনেক ব্যবসায়ী এখন পথে বসার উপক্রম হয়েছে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ১৪ মার্চ স্থানীয় সরকার পল্লী উনয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী মহালদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারকে বরখাস্ত করা হয়।

এরপরই ৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হলে নাগরিকসেবা কার্যত অনেকটাই পিছিয়ে পড়েছে। বিশেষ করে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন, উত্তরাধিকার সনদ, ট্রেডলাইসেন্সসহ নাগরিক সুবিধা পেতে ভোগান্তিতে পড়েছেন এখানকার মানুষ।

চলমান নাগরিক ভোগান্তি সামাধানে কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। অথচ স্থানীয় সরকার নীতিমালা অনুযায়ী চেয়ারম্যান পদটি শূন্য কিংবা মামলা জটিলতা থাকলে ইউপি সদস্যদের থেকে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে পারেন, কিন্তু কার্যকর হচ্ছে না ওই নীতিমালাও।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক জানান, বহিস্কৃত ইউপি চেয়ারম্যান উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। এ বিষয়ে সরকারের নির্দেশনা আসলে তিনি পূনরায় দায়িত্ব ফিরে পাবেন।