দিলোয়ার হোসেন।। গতকাল ২৪ আগস্ট সোমবার দুপুর ১.৩০ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় মোঃ নজরুল ইসলাম (৪০), পিতা নাগর উল্লাহ, সাং মন্দুরী, বানিয়াচঙ্গ কে হাতেনাতে গ্রেফতার করা হয়। মোঃ নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি
ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় বালুমাটি উত্তোলনে ব্যবহৃত ০৩ টি ড্রেজার মেশিন ও ৫,০০০ মিটার পাইপ জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে এস আই ইকবালের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খান মতিউর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন,অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।