দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ পৌরসভা,নামে মাত্র পৌরসভা হলেও এখন পর্যন্ত খুব কম সুযোগ-সুবিধাই পাচ্ছে পৌরবাসী।প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বাছাই করার অধিকারটুকুও পৌরবাসী পায়নি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত পৌরসভার অধীনে ময়লা ফেলে তা ধ্বংস করার জন্য কোন নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার যেখানে সেখানে ময়লার স্তুুপ সচারচরই দেখা যায়। পৌর কর্তৃপক্ষের যদি সুনজর পরেও তখন আজমিরীগঞ্জ বাজারের ময়লাগুলি পরিষ্কার করে সেগুলো স্হানীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ মিনার থেকে মাত্র কয়েকগজ দূরে ফেলে রাখা হয়। যাতে করে শহীদ মিনারের পবিত্রতা ও আশেপাশের পরিবেশ দূষন হচ্ছে।

ছবি : শহীদ মিনারের ভিতরে ময়লা পুড়ানোর কারণে পবিত্রতা ও আশেপাশের পরিবেশ দূষন হচ্ছে।
সচেতন নাগরিক মহলে এই বিষয়টা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে । তাদের অনেকেরই প্রশ্ন আজমিরীগঞ্জ পৌরসভায় এত জায়গা থাকতে শহীদ মিনার প্রাঙ্গনেই কেন ময়লা ফেলা হবে। পৌরসভা কর্তৃপক্ষ কি এগুলো দেখে না ? নাকি তারা চোখ থাকার পরেও অন্ধ।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক মতিউর রহমানে খানের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি পৌরসভার দায়িত্ব পেয়েছি বেশিদিন হয় নাই। পৌরসভার অনেক ব্যাপারই আমার এখনও জানা হয়নি। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গনে ময়লা ফেলার ঘটনাটি অবগত হলাম। পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।