আজমিরীগঞ্জের রাস্তায় উড়ছে ধুলাবালি, বাড়ছে রোগবালাই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 24 March 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জের রাস্তায় উড়ছে ধুলাবালি, বাড়ছে রোগবালাই

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :   আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা রাস্তায় পুননির্মাণ কাজ দেরিতে হওয়ার কারণে ওই এলাকা দিয়ে যাতায়াতকারী ও সাধারণ মানুষেরা চরম দুর্ভোগে পড়ছেন। শিবপাশা পুলিশ ফাঁড়ি হতে পশ্চিমবাগের রাস্তা পর্যন্ত ঠিকাদার কাজ ফেলে রাথায় কারনে পুরো রাস্তা ধুলোবালির জন্য চলাচল করতে কষ্ট হচ্ছে যাত্রীদের । এর ফলে বাড়ছে বিভিন্ন রকমের রোগবালাই।

রাস্তায় ধুলাবালি থাকার কারণে রাস্তা দিয়া কোন গাড়ী চলার সময় দুই পাশে থাকা দোকানপাট ও বাড়িঘর ধুলাবালিতে আচ্ছন্ন হয়ে পড়ে।
ধুলাবালির কারনে বাড়ছে  সর্দি কাশি । আর এই উপসর্গ গুলো করোনা ভাইরাস এর লক্ষণ হওয়ার ফলে বাজারের ফার্মেসীগুলোতে বেড়েছে প্রয়োজনীয় ঔষধ বিক্রির ধুম।

এলাকাবাসীরা জানান,উপজেলা পরিষদের চেয়ারম্যান এই রাস্তার কাজ না করে দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন। ফলে ভোগান্তি পোহাচ্ছেন ওই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রী সাধারণ।