আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জের পাহাড়পুর বাজার কমিটির বিরোধ নিষ্পত্তি করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।
সোমবার (১০ আগস্ট) সকাল ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে আজমিরীগঞ্জ এর পাহাড়পুর বাজার কমিটির দীর্ঘদিনের বিরোধ নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।
এসময় সকল ব্যবসায়ীদের পক্ষে-বিপক্ষে মতামত যাচাই করে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যেকার বিরোধ নিষ্পত্তি করে দেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান, বাজারের উন্নয়ন ও সমন্বয়ের স্বার্থে স্বচ্ছতার সহিত ও সুষ্ঠু ভাবে কাজ করার জন্য কমিটির সদস্য ও সকল ব্যবসায়ীদের আহবান জানান।
তাছাড়া উপস্থিত বাজার কমিটির নেতৃবৃন্দরা সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।