আজমিরীগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 30 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত

Link Copied!

দিলোয়ার হোসেন :   হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্হায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ জানা যায়, গত ২০ জুলাই (সোমবার) আজমিরীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷

 

ছবি : আজমিরীগঞ্জর কৃষি কর্মকর্তা নিহত ফারুকুল ইসলাম এর ফাইল ছবি

 

পরে মুমূর্ষু অবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (৩০জুলাই) বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মৃত্যুবরন করেন ৷

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খাঁন দৈনিক আমার হবিগঞ্জকে নিশ্চিত করেছেন ৷ এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার একটি শোকবার্তা ও প্রকাশ করেছেন।