মোস্তফা কামাল, আজমিরীগঞ্জ: আজমিরীগঞ্জ-বানিয়াচং রাস্তাটি হচ্ছে আন্ত-মহাসড়ক আর এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী গাড়ি চলে। টমটম, সিএনজি, পিকাপ, মটরবাইক, অটোরিক্সা মালবাহী গাড়ী সহ আজমিরীগঞ্জ থেকে ঢাকাগামী বাসও চলে প্রতিদিন।
এই রাস্তা আজমিরীগঞ্জ উপজেলার প্রধান সড়ক। আজমিরীগঞ্জ, কাকালচেউ, আনন্দপুর, আলিপুর-মাতাবপুর, ঘরদাইর, সলরী, রসুলপুর, পাহাড়পুর, বদলপুর, আমিরগঞ্জ, শ্রীহাইল সহ আরো বিভিন্ন অঞ্চলের মানুষের একমাত্র যাতায়াতের এটাই উপযোগী রাস্তা।
আজমিরীগঞ্জের শিবপাশা সবুজগঞ্জ বাজারের উপর দিয়ে বয়ে গেছে এই রাস্তা। শিবপাশা বাজারেই সব চেয়ে বেশী মানুষ ও যানবাহনের সমাগম। আর এই বাজারের রাস্তার মধ্যে রয়েছে বিদ্যুতের 11KV লাইনের খুঁটি। এই খুটির কারণে রাস্তায় বড় বড় যানজট সৃষ্টি হয়। এবং মানুষ ও যান চলাচলের বিরাট অসুবিধা হয়। যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
এ বিষয়ে শিবপাশার কয়েকজন সচেতন নাগরিক দৈনিক আমার হবিগঞ্জ কে জানায় যে উক্ত রাস্তা পূননির্মানের আগে রাস্তা থেকে খুঁটি সরিয়ে রাস্তার কাজ হবে বলে জানতাম। কিন্তু শিবপাশা বাজারের রাস্তার কাজ প্রায় শেষের পথে তবে খুটি সরানোর কোন পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। আর এই খুঁটি রাস্তায় থাকলে যে কোন সময় ঘটে যেতে পারে ভয়াবহ দূ্র্ঘটনা। কয়েকজন ড্রাইভার জানান, রাস্তাটি পূননির্মানের আগে প্রায় দুই ফিট নিচু ছিল। ঐ সময় মালমাহী সব রকম গাড়ি রাস্তায় চলতে কোন অসুবিধা হত না।
কিন্তু এখন রাস্তার পূননির্মানের কাজ চলছে এতে মালবাহী গাড়ী শিবপাশা বাজারের উপদিয়ে যেতে সমস্যা হতে পারে। দ্রুত খুঁটিটি রাস্তা থেকে সরালে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে পারে যানবাহন ও পথযাত্রী।