আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 24 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ত্রাণ বিতরণ

অনলাইন এডিটর
August 24, 2020 4:31 am
Link Copied!

ছবি: আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ত্রাণ বিতরণ।

 

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ কদমতারা গ্রামে পানিবন্দি ১৬টি পরিবারের মাঝে শুকনা খাবার (খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ পাউডার, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই) বিতরণ করা হয়।

উল্লেখ্য, ঢাকা আহছানিয়া মিশন, সৌহার্দ কর্মসূচির আওতায় পশ্চিমভাগ কদমতারা গ্রামের দরিদ্র অতি-দরিদ্র ২৫ জন সদস্য মিলে একটি বাক্সে নিয়মিত টাকা জমা রাখেন, উক্ত টাকা থেকে বিভিন্ন আয় মূলক কাজের জন্য ঋণ গ্রহণ করে সেবা-মূল্যসহ ঋণের টাকা দলের বাক্সে জমা করেন। বছর শেষে লাভাংশসহ নিজেদের টাকা নিজেরাই বণ্টন করে নেন।

এছাড়া বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার নিয়ে সদস্যরা মিলে কল্যাণ তহবিল নামে একটি ফান্ড গঠন করেন। যা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।