আজমিরীগঞ্জে দুইদিনে করোনায় আক্রান্ত ৭জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 22 June 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে দুইদিনে করোনায় আক্রান্ত ৭জন

Link Copied!

দিলোয়ার হোসেন।। আজ আজমিরীগঞ্জ নতুন করে ২ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত । ২২ শে জুন ঢাকা নিপসম থেকে দুপুরে আশা রিপোর্টে ২ জন আক্রান্তের ফলাফল আসে । এছাড়াও ২১/০৬/২০ রবিবার রাতে আরও ৪জনের রিপোর্ট পজিটিভ আসে,,রবিবারে আসা রিপোর্টের ৪জনই আজমিরীগঞ্জ বাজারের বিভিন্ন সেলুনে কাজ করে। উক্ত বিষয়টি আমার হবিগঞ্জ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সুদর্শন সেন ।

নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্ট (এসআইটি) মোঃ লিটন মিয়ার সাথে যোগাযোগ করা হলে, উনি দৈনিক আমার হবিগঞ্জকে বলেন গত ১৯ জুন আজমিরীগঞ্জ থানা থেকে ১২ জন পুলিশ সদস্য ও শিবপাশা ইউনিয়ন থেকে ১ জন সহ মোট ১৩ জনের নমুনা ঢাকা নিপসম পিসিআর ল্যাবে প্রেরণ করা হয় । সেখান থেকেই আজ ২জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে আজমিরীগঞ্জ উপজেলাতে মোট আক্রান্ত ২১ জন । আজমিরিগঞ্জে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪৯ জনের,সুস্থ হয়েছে ১২ জন, আইসোলেশনে আছে ০৯ জন।