ঢাকাTuesday , 23 April 2024

আচরণ বিধি লঙ্ঘন হলেই কঠোর ব্যবস্থা : সহকারী রিটার্নিং অফিসার

Link Copied!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে উপজেলা নির্বাচন অফিস। কোথাও কোন ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন।

সোমবার ( ২২ এপ্রিল) বানিয়াচং সদরসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করে তিনি স্থানীয় ভোটারদের সাথে আলাপকালে জানান সুষ্ঠু, নিরেপক্ষ এবং আনন্দঘন পরিবেশে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারগণ যেন তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই পরিবেশ বজায় রাখবে নির্বাচন কমিশন।

কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে তাৎক্ষনিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একটি সুন্দর নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সকল প্রার্থী ও বানিয়াচংয়ের সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতাও চেয়েছেন নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকরছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আমীর হোসেন। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকরছেন ফারুক আমিন, কৃষ্ণ দেব, আশরাফ হোসেন খান ,সৈয়দ নাছিরুল ইমাম, এসএম সুরুজ আলী, প্রিয়তোষ রঞ্জন দেব,মোঃ আসিক মিয়া এবং তাফাজ্জুল হক।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহেনারা আক্তার বিউটি, শিউলী রাণী দাস এবং মুক্তা রানী দাশ (প্রিয়া)।

বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২লাখ ৭৮ হাজার ৯শ ৮জন। তন্মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১লাখ ৪১ হাজার ১শ ৩২জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ৩৭ হাজার ৭শ ৭৬জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১শ ৬টি।