আওয়ামী লীগ কাউন্সিলে মনোনয়ন ফর্ম নিতে কোন ফি না নেওয়ার সিদ্ধান্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 29 November 2019

আওয়ামী লীগ কাউন্সিলে মনোনয়ন ফর্ম নিতে কোন ফি না নেওয়ার সিদ্ধান্ত

অনলাইন এডিটর
November 29, 2019 10:57 pm
Link Copied!

ছবিঃ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫২ ধারা।

বিশেষ প্রতিবেদক।। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কাউন্সিলে মনোনয়ন ফর্ম নিতে টাকা আদায়ের সিদ্ধান্ত কেন্দ্র থেকে বাতিল করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৫২(ক) ধারা অনুযায়ী একজন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ২০১৯ উপলক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা গঠন করা হয়েছিলো। নির্বাচন পরিচালনা কমিটি যে তফসিল ঘোষণা করা হয়েছিলো সেখানে বলা হয়েছিলো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১ লাখ টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫০ হাজার ও সাংগঠনিক সম্পাদক পদে ৪০ হাজার টাকা দিয়ে মনোনয়ন কিনতে হবে।

বিশেষ সূত্রে  প্রাপ্ত সংবাদ অনুযায়ী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আজ এক টেলিফোন বার্তায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ কাউন্সিলের মনোনয়নে কোন ফি আদায় না করার নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রের নতুন এই নির্দেশনায় কাউন্সিলে বিভিন্ন পদপ্রার্থীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে।

উল্লেখ্য, আগামিকাল ৩০ নভেম্বর ২০১৯ মনোনয়ন দাখিলের শেষ দিন। ইতোমধ্যে সবগুলো পদে প্রায় ১০ জনের অধিক নেতৃবৃন্দ বিভিন্ন পদে মনোনয়ন দাখিল করেছেন। আগামীকাল শেষদিনে ও আরো মনোনয়ন দাখিলের সম্ভাবনা আছে।

শীর্ষ সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়