আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জেলা যুবলীগের আনন্দ র‌্যালি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 21 June 2024

আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে জেলা যুবলীগের আনন্দ র‌্যালি

Link Copied!

আগামী রবিবার (২৩জুন) এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দলটি। এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আনন্দ র‌্যালি করেছেন নেতাকর্মীরা। শুক্রবার (২১ জুন) বিকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে চৌধুরীবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তারা।

জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ মঈন উদ্দিন চৌধুরী সুমনের সঞ্চালনায় সভায় নেতারা বলেন, গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক।

নেতাকর্মীরা আরো বলেন, পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ক্ষমতাসীন হয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। একই সাথে ক্ষমতাসীন থেকে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন। এতো দীর্ঘ পথচলার পরও আওয়ামী লীগ তার সাংগঠনিক শক্তিতে বলীয়ান। আনন্দ র‌্যালিতে জেলা যুবলীগের দায়িত্বশীল নেতারা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়