পইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র চন্দ্র দেবশিবুর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। গত ১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোডে এলাকায় এ সন্ত্রাসী হামলা হয়।
জানা যায়, বার লাইব্রেরি থেকে ওই দিন নিজের বাড়িতে যাওয়ার সময় ফায়ার সার্ভিস এলাকায় আসার পর দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের সামনে আরেকটি মোটরসাইকেল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর পিছন থেকে আরো কয়েকজন সন্ত্রাসী লোহার ভের তালা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এতে তার শরীরের একাধিক স্থানে লীলা ফোলা ফাটা জখম হয়। পরে সন্ত্রাসীরা চলে গেলে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
এ বিষয়ে শিবু দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, আমি বার লাইব্রেরীতে ছোট্ট একটা চাকরি করি। অফিস শেষে বাড়ি ফেরার সময় ওই এলাকায় কিছু সন্ত্রাসীরা আমার পথ আটকে পিছন থেকে আঘাত করতে থাকে। আক্রমণকারী কাউকে চিনতে পারছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না এর আগে আমি তাদেরকে কখনো দেখিনি। তারা সবাই আমার অপরিচিত।