সদর থানার সামনেই পুলিশ অ্যাসল্ট মামলার আসামিদের মানববন্ধন ! নির্বিকার পুলিশ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 26 May 2021
আজকের সর্বশেষ সবখবর

সদর থানার সামনেই পুলিশ অ্যাসল্ট মামলার আসামিদের মানববন্ধন ! নির্বিকার পুলিশ

Link Copied!

স্টাফ রিপোর্টার ।। গত সোমবার (২৪মে) হবিগঞ্জের স্থানীয় কোর্ট প্রাঙ্গণে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তের গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় হবিগঞ্জ হবিগঞ্জ জেলা যুবলীগ এর উদ্যোগে । সেখানে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পুলিশের নাকের ডগায় মানববন্ধনে অংশ গ্রহণ করে পুলিশ অ্যাসল্ট মামলার আসামিরা ! মানববন্ধনে উপস্থিত জনতার মাঝে সম্মুখে দেখা গেছে মহিউদ্দিন চৌধুরী সুমন,সবুজ মিয়াসহ আরো কয়েক আসামিকে ।

অন্যান্য আসামীরা ভিড়ের মধ্যে থাকায় তাদের সনাক্ত করা যায়নি। উল্লেখ্য, সংবাদ প্রকাশের জের ধরে গত ১৯ এপ্রিল হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের নেতৃত্বে হবিগঞ্জের চিড়াকান্দিস্থ দৈনিক আমার হবিগঞ্জের পত্রিকা অফিস ও সম্পাদক সুশান্ত দাস গুপ্তর শ্বশুরের বাসা মঞ্জুরী ভবনে হামলা- ভাংচুর ও লুটপাট চালায় যুবলীগ ও ছাত্রলীগের নামধারী প্রায় ৩ শতাধিক নেতাকর্মী ।

 

 

 

ছবি : প্রকাশ্যে আসামিরা মানববন্ধনে অংশ নিচ্ছে অথচ পুলিশ নাকি তাদের খোঁজে পাচ্ছে না

 

 

এই ঘটনায় সদর থানা পুলিশের কয়েক সদস্য আহত হয়। পরবর্তীতে উভয়পক্ষের লোকজনদের আসামি করে হবিগঞ্জ সদর থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করে। যারা প্রকাশ্য দিবালোকে তিন ঘন্টা ব্যাপী ভাংচুর ও ডাকাতি করল তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের সম্মুখে। এটা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ।

এ ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জের পক্ষ থেকে কথা হয় সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুজিবর রহমানের সাথে। তিনি আমার হবিগঞ্জকে বলেন,“আমাদের কাছে এরকম কোনও তথ্য নেই। আমরা আসামিদেরকে যেখানেই পাবো গ্রেফতার করবো।” পুলিশ হোক নির্যাতিত নিপীড়িত সাধারণ মানুষের ভরসার স্থল ।