আইনজীবি সমিতির অনুদান চাওয়া নিয়ে কটুক্তি ও মামলা প্রসঙ্গে এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 8 May 2020
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবি সমিতির অনুদান চাওয়া নিয়ে কটুক্তি ও মামলা প্রসঙ্গে এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন

Link Copied!

মতামত॥ করোনা ভাইরাসে সারা পৃথিবী আতংকিত। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। আমরাও সকলেই আতংকিত এই ভয়াবহ পরিস্তিতিতে। সকলেই ঘরে থাকি ও সুস্থ থাকি এই স্লোগান পৃথিবী জুড়ে । অপরদিকে লকডাউন চলছে। সকলের সুস্থতা কামনা করি। আমরা যারা পেশায় আইনজীবি আমাদের প্রতি সমাজের একটা নেতিবাচক ধারনা আছে। কারণ টা কি তা জানিনা তবে কোন ব্যক্তি বিশেষের প্রতি আক্রোশ থাকলেও তা পুরো সমাজকে কাঠগড়ায় দাড় করানো সঠিক নহে। আমাদের পড়াশোনা থেকে পেশায় আসা পর্যন্ত সকল স্তরেই পরিবারের খরচেই আমাদের চলতে হয়। এই পেশায় ৬/৭ বৎসর কোন কোন ক্ষেত্রে তার থেকেও বেশী সময় সিনিয়র এর অধীনে কাজ শিখতে হয়। সেই সময়কালে সিনিয়র যতুটুকু আর্থিক সহয়তা করে তা দিয়েই চলতে হয়। রাতারাতি বড় কিছু হওয়ার কোন সুযোগ এই পেশায় নাই।

আইন উপদেষ্টা এ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন

যে বিষয়টি নিয়ে মামলা হয়েছে তাতে যৌক্তিকতা এই কারনে যে, যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করেছেন বা লিখেছেন তারা যে ভাষা ব্যবহার করেছেন তা কোন ভদ্র মানসিকতার মানুষের ভাষা না। এক্ষেত্রে পারিবারিক শিক্ষা বড় ব্যাপার। আমি আমার লেখাতেও গালিগালাজ দিলে পত্রিকা তা ছাপবে কিন্তু পারিবারিক শিক্ষার কারনে আমি তা পারবো না। কার কয়টা ডিগ্রী আছে তার চেয়ে অনেক বড় পারিবারিক শিক্ষা তা না হলে ডিগ্রীনামী কাগজের কোন মূল্য থাকে না । আমরা করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এদেশে ডাক্তার’রা চেম্বার বন্ধ করে দেন। সাথে সাথে তারা ভিলেন হয়ে যায় এখন যখন উনারা চিকিৎসা দিচ্ছেন তখন আবার হিরো।

পুলিশ বাহিনী সমাজে নেতিবাচক ধারনা তৈরী করেছিলেন এবার করোনায় উনাদের দায়িত্বে ও কাজে বর্তমানে তারা হিরো। সুতরাং কারো কাজের গতি নেতিবাচক ধারনার আগে গভীরভাবে বিষয়টি বিবেচনা করা উচিত। আইন পেশার আছেন এমন অনেক আইনজীবি, পেশায় আইনজীবি সত্য কিন্তু তার আর্থিক অবস্থা সম্পর্কে তার কাছে না থাকলে বুঝা যাবে না। যারা পেশায় নতুন তাদের যে কি আর্থিক সমস্যা তা ভুক্তভোগী ছাড়া উপলদ্ধি করা সম্ভব না। সরকারী চাকুরীজীবির বেতন আছে। আইনজীবিদের কি আছে? আমরা অনেক আইনজীবি দীর্ঘবৎসর যাবৎ আয়কর দিয়ে আসছি সরকার এর রাজস্ব আদায়ে আমরা কোট ফি, কাটিজ, ভেল্যুবেশন হিসাবে টাকা আদায় করে দিচ্ছি। বিনিময়ে আমাদের কি প্রাপ্তি আছে?

এখানে যে অনুদান চাওয়া হয়েছে তা প্রতিষ্টিত কোন আইনজীবি তার জন্য চায় নাই। চেয়েছেন সেই সকল আইনজীবিদের জন্য যারা পেশায় নতুন এবং আর্থিকভাবে অস্বচ্ছল। অথচ বিষয়টি বিবেচনা করা হয় নাই। অপরদিকে পত্রিকায় বিষয়টি যে ভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মামলার বিষয় থেকে আইনজীবিদের অপমানের বিষয়টি ই বেশী হয়েছে। মফস্বল সাংবাদিকতায় হকার থেকে চা এনে দেওয়ার বয় থেকে অনেকেই সাংবাদিক হয়েছেন। এখন একজন তার যোগ্যতায় যদি উপরে উঠতে পারে তাকে সাধুবাদ দেয়া উচিত। আমরা দেখেছি পঞ্চম শ্রেনী পাশ, অষ্টম শ্রেনী পাশ, অনেকেই আছেন উনারা জেলা প্রশাসক, পুলিশ সুপারকে ভাই বলে সম্ভোধন করেন। অথচ আমরা কমপক্ষে এল, এল, বি ডির্গ্রী নিয়েও তা পারব না। আসলে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনরে পোষ্ট দিয়েছেন তারা আসলে বাড়ীতে ও ছোটবেলা যে গালিগালাজ শিখেছিলেন তা যে ভদ্র সমাজে চলে না তা ভুলে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন ইতিবাচক কারণ বাদ দিয়ে নেতিবাচক হয়ে গিয়েছে।

কানাডা, আমেরিকা, ইউরোপের দেশগুলি তাদের নাগরিকদেরকে একাউন্ট এ অনুদান দিয়ে দিচ্ছে আমাদের সরকারের সামর্থ্য থাকলে হয়তো আমাদের দেশেও তা হত। তাই বলে সেই সব উন্নত রাষ্টের মানুষরা কি ভিক্ষুক? আমাদের জ্ঞান এর সীমাবদ্ধ অনেক সময়ই বিপদ গামী করে ফেলে। ত্রাণ আইনজীবিরা দিয়েছেন, অনেকেই দিয়েছেন। কিন্তু ফেসবুকে দান দেন নাই। আমি অধমও একজন। সুতরাং যেহেতু ছবি নাই তাই ধরে নিতে হবে ত্রাণ আইনজীবিরা দেয় নাই। ধর্মীয় মতেই একহাত দান করলে অন্যহাত যেন তা না জানে।

এখন কাকে কি বলবো, এটাও সত্য যে আমাদের মধ্যে কেউ কেউ নেতিবাচক ধারনা সৃষ্টিতে সহায়তা করেছেন। সব পেশাতেই খারাপ ভালো মিলিয়েই সমাজ তাই বলে এমন ভাবে পুরো আইনজীবি সমাজ কে অপমান সূচক কথা বলবে তা কোনভাবেই মেনে নেয়া যায় না।

বিচারাধীন থাকায় মামলা সম্পর্কে বলব না। তবে জুনেদ, সোমায়েল, মাহফুজ, প্রতীম, সানী, অমৃত, জাদিল, জাকারিয়া সহ আরো যারা যারা এই ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করেছে সবাইকে ধন্যবাদ। সভাপতি ও সেক্রেটারীকে এই মামলার অংশটুকুর জন্য ধন্যবাদ। পরিশেষে এটাই অনুরোধ করব এমন কাজ করবেন না যা আপনার ও আপনার পরিবারের মানহানি হয়। কথায় বলে যে, চিত হইয়া ছেপ দিলে নিজের উপরেই পড়ে।