অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন   - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 5 August 2021
আজকের সর্বশেষ সবখবর

অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশন  

Link Copied!

রায়হান আহমেদ : চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারের মাঝে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ টাকা তুলে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মিরাশী ইউনিয়নের বাদশারগাঁও গ্রামের মরহুম কাজল মিয়ার পরিবারের হাতে এ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রবাসী গ্রুপের সদস্য মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়ক সাংবাদিক এসএম তাহেরের পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, প্রবাসী গ্রুপের সদস্য মাষ্টার আইয়ূব আলী, আব্দুল কদ্দুছ তালুকদার, সাবেক যুগ্ম আহবায়ক শাহ আলম চৌধুরী সহ আরো অনেকে।