অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় ঘরের চাবী হস্তান্তর করেন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় ঘরের চাবী হস্তান্তর করেন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি

অনলাইন এডিটর
August 13, 2020 5:51 pm
Link Copied!

অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় ঘরের চাবী হস্তান্তর করেন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি

 

 

আক্তার হোসাইন, মাধবপুর : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম)কর্তৃক গৃহিত গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর)কর্মাসূচির আওতায় গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয় বাস গৃহ নির্মাণ প্রকল্পের উপকার ভোগী পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্টানে মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১ টায় মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি উপজেলা পরিষদ মিলনায়ত (সচ্ছতা) অসহায় গৃহহীনদের মাঝে দূর্যোগ সহনীয় ঘরের চাবী হস্তান্তর করেন।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালোকদার ,মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব ও বাবু সকোমল রায়, ইউ/পি চেয়ারম্যান,ফারুক পাঠান অন্যান্যরা।

এছাড়াও মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী এমপি ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বাষির্কীতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন, যারা এ দেশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম চিরতরে মুছে দিতে চেয়েছিল তাদের বিচার এ বাংলার জমিনেই হবে।

তিনি বলেন, করোনা মহামারী ও দুর্যোগ পরবর্তী সময়ে দেশের এ অন্তিম মুহূর্তে একে অপরের প্রতি সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

সভায় ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কমকর্তা তাসনূভা নাশতারান ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালোকদার ও অন্যান্যরা।