অসহায় আলেমদের পাশে রোটারীয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

অসহায় আলেমদের পাশে রোটারীয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খান

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :    অসহায় মানবতা, আকাশ, বাতাস আর পাখি, তরু-লতা, এক সাথে কাঁদে আজ কাঁদে মানবতা, কবি রফিকুল ইসলাম রফিকের উপরোক্ত পংক্তিগুলোই প্রাণঘাতি করোনা ভাইরাসের থাবায় মানুষের হাহাকারের চিত্র আজ ফুটে ওঠেছে সারা পৃথিবীতে। এমনি সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের (৩৩৮২) গভর্নর স্পেশাল এইড সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান।

ছবি : রোটারিয়ান আলহাজ্ব রেজাউল মোহিত খানে ফাইল ছবি

তিনিসহ তাঁর পরিবারের পক্ষ থেকে জন্মস্থান বানিয়াচংয়ের ৩শ’ অসহায় আলেম এবং দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন। আলহাজ্ব রেজাউল মোহিত খান উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামের সভ্রান্ত এক পরিবারে (খান বাড়ি) জন্ম গ্রহণ করেছেন। তিনি এ পরিবারের জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতার নাম মরহুম আব্দুস শহীদ খান। তিনিও একজন খ্যাতিমান পঞ্চায়েত ব্যক্তিত্ব ছিলেন এবং বহু স্কুল, মাদ্রাসা সুদক্ষভাবে পরিচালনা করেছেন। ছিলেন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতি এবং শিক্ষানুরাগি। বানিয়াচং সুফিয়া-মতিন মহিলা ডিগ্রি কলেজ এবং সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বৃটেন প্রবাসী এম এ মতিন খান ওবিই ও বৃটেনের বিখ্যাত চিকিৎসক ডা. আব্দুল মুকিত খান তাঁর চাঁচা।

বানিয়াচংয়ের তাবলীগ জামাতের কোটি টাকার উপরে ব্যয়ে নির্মাণাধীন জামে মসজিদটির ব্যয় বহন করছেন এম এ মতিন খান ওবিই। তা ছাড়া স্কুল, মাদ্রাসা,মসজিদ,ঈদগাহসহ বহু দাতব্য সংস্থার সাথে সম্পৃক্ত আছেন তিনি। পাশাপাশি বানিয়াচং থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ ও তরঙ্গ২৪.কম নামে অনলাইন পোর্টালের সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্বও সুচারুরূপে পালন করছেন। তিনি সব সময় জাতির ক্রাইসিস মুহূর্তে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

বানিয়াচংয়ের বিশিষ্ট সাংবাদিক মখলিছ মিয়া জানান, আলহাজ্ব রেজাউল মোহিত খান সাহেব অত্যন্ত সৎ ও বড় মনের ভালো মানুষ। উনার মতো স্বজ্জন মানুষরা এ সমাজে এখনো আছেন বলেই সমাজটা টিকে আছে। জাতির এ দূর্যোগ সময়ে দরিদ্র ৩শ’ জন আলেম ও অসহায় মানুষদেরকে ঈদ উপলক্ষে নগদ অর্থ দিচ্ছেন যা তাদের অনেক কাজে লাগবে। ‘তরঙ্গ’ পত্রিকার বদৌলতে উনার সাথে মেশার এবং জানার সুযোগ হয়েছে আমার। তিনি একজন সাদা মনের পরোপকারি ব্যক্তিত্ব এবং যা সমাজ নিয়ে নিরন্তর ভাবেন। এ মানুষটির প্রতি অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।