জিকে ইউসুফ : পরিবারের ভরন পোষণের জন্য দরিদ্র মহিলাদের অর্থ উপার্যনের জন্য কাজ করতে হয়। কিন্তু গর্ভাবস্থার শেষ দিকে বা মাতৃত্বকালীন অবস্থায় কাজ করা সম্ভব হয় না। পুষ্টিকর খাবার বা ভরণ পোষণের অভাবে মা অসহায় অবস্থায় পড়েন। এই অবস্থা থেকে মুক্ত করতে দরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা দেয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার।
তারই ধারাবাহিকতায় ২নং আদর্শ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (১ হইতে ৫ নং ওয়ার্ড) যথাক্রমে ১নং ওয়ার্ড রিচি হাড়িয়াকোনা, ২নং ওয়ার্ড রিচি ঈশানকোনা ৩নং ওয়ার্ড রিচি অগ্নি কোনাও সাগরকোনা, ৪ নং ওয়ার্ড কালনী, বগুলা খাল, নোয়াবাদ এবং ৫নং ওয়ার্ড ছোট বহুলা গ্রামের অসহায় গর্ভবতী মায়েদের প্রত্যেক কে ৯,৫০০/- টাকা করে মোট ৪৩ জন মায়ের মাঝে সর্বমোট ৪,০৮,৫০০/-টাকা প্রদান করেন।
এব্যাপারে মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন পর্যায় ক্রমে বাকি ওয়ার্ড গুলোতেও এই সহায়তা প্রদান করা হবে।