শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর স্কয়ার ডেনিমস লিমিটেড এর সংলগ্ন সিটিসেল টাওয়ারে কাজ করতে গিয়ে নিচে পড়ে রাজ্জাক মিয়া (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টা দিকে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত রাজ্জাক সিটিসেল কোম্পানির একজন শ্রমিক। ওই সময় বহুতল টাওয়ারে কাজ করতে উঠে কাজের এক ফাঁকে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই মো. আলমগীর হোসেন সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। নিহত শ্রমিক মাদারীপুর জেলা সদরের রহিমপুর গ্রামের বাসিন্দা।