অলিপুরে শীতের পোষাক বিক্রির ধুম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 29 December 2019

অলিপুরে শীতের পোষাক বিক্রির ধুম

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউক :   সারাদেশের ন্যায় হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় শীত জেঁকে বসেছে।এই শীতের কারণে অলিপুরের বাজারসহ ফুটপাতে দেখা যাচ্ছে শীতের কাপড় বিক্রির ধুম। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথেই নিম্ন আয়ের মানুষেরা ভীড় করছেন ফুটপাতের দোকান গুলোতে।পাশাপাশি বিপনী বিতানগুলোতেও দেখা গেছে শীতের কাপড় ক্রয় করতে।
স্থানীয় কাপড় ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, এবার শীতের শুরতেই শীতের কাপড়ের চাহিদা কম ছিল।গত ৮-১০ দিন যাবত হঠাৎ ঘন শৈত্যপ্রবাহের কারণে শীতের কাপড়ের চাহিদা কিছুটা বেড়েছে।কিন্তু ঘন শৈত্যপ্রবাহের কারণে কর্মজীবী মানুষেরা হাটবাজারে আসলেও প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হচ্ছে না।

গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত থেকে রক্ষা পেতে সাধ্যের মধ্যে পছন্দের পোশাক কিনতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন। ফুটপাত থেকে শুরু করে অভিজাত মার্কেটগুলোতে গরম কাপড়ের চাহিদা বেড়েছে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে হরেক রকম বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শীতবস্ত্রের চাহিদা বাড়িয়ে বিভিন্ন ধরণের শীতের পোশাক তুলেছেন তারা। বিশেষ করে মৌসুমি ভিত্তিক দোকানগুলোতে শীতের কাপড় বেচাকেনা চলছে পুরোদমে।

ফুটপাতের দোকানে একটি সোয়েটারের দাম ১০০ থেকে ১৫০ টাকা, বাচ্ছাদেও কাপড় ৫০ থেকে ১৫০ টাকা মাফলার ৫০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সাধ্যের মধ্যে থেকেই পছন্দের শীতের পোশাকটি বেছে নিতে চেষ্টা করছেন নিম্নবিত্ত দরিদ্রসীমার মানুষগুলো। প্রতিবছর শীত মৌসুম আসলেই তাদের বিক্রয় বেশি ভালোই হয়। গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা থাকায় শীতার্ত মানুষ প্রচন্ড শীত থেকে রক্ষা পেতে তাদের সামর্থ্য অনুযায়ী ভিড় জমাচ্ছে বড় শপিং মহল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোতে।

অলিপুরের কাপড় ব্যবসায়ী আনারুল মিয়া জানান, আমি দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছি। শীত বেশি পড়লে ব্যবসা অনেক ভালো হয় এবং শীত কম হলে বেচাকেনা কম হয়। বড়দের জ্যাকেট, সোয়েটার, কোট, পাওয়া যায়,সেগুলোর দাম তুলনামূলক একটু কম হয়,কোনো পোশাকের মূল্য নির্দিষ্ট করা থাকে না। তবে দর কষাকষি ছাড়া পছন্দের পোশাক ক্রেতাদের কেনা সম্ভব হয় না। সব পোশাকের দাম একটু বেশি করে চাওয়া হয়। যাতে বিক্রেতারা তাদের লাভ পুষিয়ে নিতে পারেন।

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়