মাহবুবুর রহমান রিমনঃ শায়েস্তাগঞ্জঃ হবিগঞ্জর শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটি ও শর্টসার্কিট থেকে হটাৎ আগুন লেগে নিমিষেই পুড়ে গেছে একটি ট্রাক ।
রবিবার (১৪ মার্চ) বিকেল ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেইটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা- সিলেট মহাসড়কে একটি চলন্ত ট্রাকে হঠাৎ আগুন লেগে যায়। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়।
তবে তত সময়ে পুড়ে যায় পুরো ট্রাকটি। এই ঘটনায় কোন হতাহত না হলেও আগুনের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা- সিলেটগামী লেনে প্রায় ৪০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থেকে সৃষ্টি হয় যানজটের।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালকে দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে ট্রাকটিতে আগুন লেগে যায়।