এম এ রাজাঃ বৃহস্পতিবার(২৫ জুন) সকাল সাড়ে দশটার সময় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর যাওয়ার পথে,অলিপুরে যাওয়ার পর হঠাৎই সিএনজির চাকা খুলে যায়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুমড়ে-মুচড়ে পড়ে যায়।
ওই সময় সিএনজিতে থাকা পল্লী বিদ্যুৎ কর্মী আবু নাসের গুরুতর আহত হয় পরে স্থানীয় বাসিন্দারা এসে আবু নাসেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত আবু নাসেরের আহত গুরুতর হওয়াতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।