বানিয়াচং উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারকে তাৎক্ষনিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ করে আদেশ প্রদান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মো: আব্দুল আলীম।
গত (১৩জুন) সোমবার এক অফিস আদেশের মাধ্যমে প্রশাসনিক কারণ দেখিয়ে নতুন কর্মস্থল হিসেবে শফিকুল ইসলামকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বদলির আদেশ দেয়া হয়্
কিন্তু অদ্যবধি পর্যন্ত বানিয়াচং শিক্ষা অফিসে ভারপ্রাপ্ত হিসেবে কাউকে দায়িত্ব না দেয়ায় অফিসের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দায়িত্ব ভার হস্তান্তরের দীর্ঘায়িত হলে স্লিপ কার্যক্রম, রুটিন মেইনট্যাইনেন্স, ক্ষুদ্র মেরামত, প্লেয়িং এক্সেসরিজ, প্রাক প্রাথমিক, ওয়াশ ব্লক এবং আনুষঙ্গিক কার্যক্রমের দাখিলকৃত বিল ভাউচারের টাকা জুন ক্লোজিংয়ের কারণে লেপস হয়ে যাবে। যা শিক্ষকদের ক্ষতির কারণ।
অন্যদিকে শফিকুল ইসলাম সরকার তার বদলিকৃত কর্মস্থলেও যোগদান করছেন না। এমনিক কাউকে দায়িত্বও দিচ্ছেননা তিনি। নিয়ম অনুযায়ী সিনিয়র সহকারি শিক্ষা অফিসার উত্তম কুমার দাশকে দায়িত্ব দেয়ার কথা। কিন্তু অফিসিয়ালি দায়িত্ব পালন করতে তাকে কোনো চিঠিও দিচ্ছেনা কর্তৃপক্ষ।
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মাওলার সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,যেহেতু ডিজি কর্র্তৃক শফিকুল ইসলাম সরকারের বদলির আদেশ হয়ে গেছে তাই এখানে আর থাকার কোনো সুযোগ নাই। কর্মকান্ডেও অংশ নিতে পারবেন না তিনি। তবে যতটুকু শুনেছি শফিকুল ইসলাম সরকার তার কর্মস্থল পরিবর্তনের জন্য একটা আবেদন করেছেন। তার এই আবেদন নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করতে করা যাবেনা।
অপরদিকে,শফিকুল ইসলাম সরকারের বদলি ঠেকাতে শিক্ষক সমিতির এক নেতাকে নাকি ঢাকায় গিয়েছেন। যে কোন মূলেই হোক এই বদলি বা স্ট্যান্ড রিলিজ আটকানোর জন্য। এই জন্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বর্তমান কর্মস্থল এমনকি বদলি কর্মস্থলেও যাচ্ছেন না বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
প্রসঙ্গত,বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের বিরুদ্ধে ঘুষ দাবী, দুর্নীতি, হুমকি প্রদান ও বিজ্ঞপ্তি না দিয়ে নীতিমালা লঙ্ঘন করে জুনিয়র শিক্ষককে প্রধান শিক্ষকে প্রস্তাব প্রেরণ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমাও দেন তিনি। তার আগে শফিকুল ইসলাম সরকারের বিরুদ্ধে ১৪নং শরীফখানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদির বখত সোহেলী ও ৯নং ঘাগড়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোাতিরীন্দ্র হোম ঘুষ দাবী,হুমকি প্রদান ও বিজ্ঞপ্তি প্রকাশ না করে নীতিমালা লঙ্ঘন করে জুনিয়র প্রধান শিক্ষক প্রস্তাবকরণ সংক্রান্তসহ দুইটি অভিযোগ দাখিল করেন।
এ ছাড়াও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল তালুকদার শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকারের বিরুদ্ধে ইএফটি’র কার্যক্রম বাস্তবায়নের জন্য চাঁদা আদায়ের অভিযোগের বিষয়টিও একই দিন তদন্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম। সেটাও তদন্ত করে পেশ করা হয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে ইএফটি বাস্তবায়ন,উত্তোলিত টাকা লেনদেন,শিক্ষকদের অন্যত্র বদলির সুপারিশ,শিক্ষকদের নিয়ে অফিসে বসে অযথা আড্ডা,অফিসের মেইল ফরওয়ার্ডসহ নানা অভিযোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে দাখিল করা হয়েছিল।
পরবর্তীতে তার বিরুদ্ধে উপরোক্ত বিষয়ে তদন্ত করেছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক প্রশাসন-১ মো: আব্দুল আলীম। এসব নিয়ে দৈনিক “আমার হবিগঞ্জ” পত্রিকার অনলাইন ও প্রিন্ট ভার্সনে একটি সচিত্র সংবাদ প্রকাশ হয়েছিল।